স্বপ্ন আমার
স্বপ্ন আমার দুঃস্বপ্ন যে পাতার মতো যায় সে ঝরে
পাহাড় সমান মেঘেরা আজ স্বপ্নগুলো
আড়াল করে।
স্বপ্ন আমার দিনভিখেরির শতেক তালির
জীর্ণ শাড়ি
বেলাশেষে আজকে সেসব মাটিতে যায়
গড়াগড়ি।
স্বপ্ন আমার ন্যাপথলিনের তীব্র ঘ্রাণ
শাড়ির ভাঁজে
স্বপ্ন আমার সিঁথির সিঁদুর মুছে যাওয়া
ভিন্ন সাজে।
আটপৌরে থান কাপড়ে স্বপ্ন আমার মাথা
ঠেঁাকে
স্বপ্ন আমার বিষণ্ণতায় মাথা লুকায়
লোমশ বুকে।
স্বপ্ন আমার চৈত্র শেষে ঝরা পাতার বোবা
কান্না
স্বপ্ন আমার সাগর তলে ডুবে যাওয়া
হীরা—পান্না।
স্বপ্ন আমার ডানাভাঙা ক্লান্ত পাখির
করুণ বিলাপ
স্বপ্ন আমার জ্বরের ঘোরে ক্লান্তিকর
দারুণ প্রলাপ।