হায় ভালোবাসা!
নাসির আহমেদ কাবুল
ভালোবাসি বলে আকাশ চৌচির করে গলা
ফাটানো মেয়েটিও
নির্জনতার অন্ধকারে তলিয়ে যেতে—যেতে
বলে
‘হায়Ñভালোবাসা!’
এখন তার মুখে ভালোবাসার উচ্চারণ নেই,
তবু অন্তর পোড়ায় ভালোবাসার আগুন।
ভালোবাসার নিজস্ব ভাষা মৌনÑজানে আকাশ,
চাঁদ ভাষাহীন চোখে দেখে পৃথিবীকে,
সূর্যমুখী নিঃশব্দে সূর্যকে দেখে সুখ
খুঁজে মরে,
হয়তো পায়, নয়তো মেয়েটির মতোই
আক্ষেপে পোড়ে হায় ভালোবাসা বলে।
‘ভালোবাসি—ভালোবাসি’ পাগলের প্রলাপ
যাদের,
তারা প্রেমিক ভণ্ড, জলের মতোই তরল,
একপাত্র থেকে আরেক পাত্রে গেলেইÑ
মজে যায়; গলে যায়।
গাছ পাতা পাল্টায়, ওরা পাল্টায় ভালোবাসা;
একটু কিছুতেই অ্যাসিডে ঝলসে দিতে পারে
ভালোবাসার পবিত্র দেবতা!