বিরহে প্রেম সত্য

নাসির আহমেদ কাবুল

 

ভালোবেসে মরে যাওয়াও ভালোÑ

তবুও তো প্রেম বেঁচে থাকে।

বিরহে প্রেম হয় সত্য--

সত্যি কি না বলো?

 

কবি বলেন, ‘আশ মিটিলে ফেরে না কেহ,

আশ রাখিলে ফেরে।’

ভালোবেসে সবটুকু দিয়ে নিঃস্ব হলে

শূন্য পাত্র থাকে পড়ে!

 

পাওয়ার চাইতে না পাওয়া ঢের ভালো;

দূর থেকে চাঁদ সোনার পাথরবাটি,

কাছে যেতে নেই সুন্দরের লোভে;

কাছ গেলে সবই মাটি!
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url