বিরহের দিনলিপি

নাসির আহমেদ কাবুল

 

খুব সকালে কখনও যদি ঘুম ভাঙে

দক্ষিণের জানালায় দাঁড়িয়ে দেখো

একটি দোয়েল পলাশের শাখায় রোজ সকালে

শিস দিয়ে যায় আঙিনায় তোমার।

একঝলক বাতাস এলোচুলে ঢেউ তুলে

শাড়ির অঁাচল বুকের জমিন থেকে

কেড়ে নেবে যখনÑ

একটি প্রজাপতি, একটি ঘাসফড়িং অন্তর ছুঁয়ে যাবে;

এক পা—ভাঙা একটি শালিক রুদ্ধ কণ্ঠে

কারে যেন ডেকে—ডেকে পাখা ঝাপটায়, দেখতে পাবে।

প্রকৃতি এমন একরোখা, তবুও প্রত্যূষ শেষে

ভোরের আলো ফুটে উঠবেই।

কাকডাকা ভোর যখন ফেরিওয়ালার হাঁকাহাঁকিতে

জীবন—জীবন খেলায় মেতে ওঠে;

তখন চায়ের কাপের ধোঁয়া—ওঠা অভিসারে

আমি তোমাকে জড়িয়ে ধরি খুব সকালে—

আর তুমি বলে ওঠো ‘খুব পাজি তুমি!’

তারপর বিষণ্ণ মনে অস্ফুট কণ্ঠে বলোÑ

তুমি খুব অবিচার করেছ আমার সাথে...

তখন প্রত্যাখ্যাত হৃদয় আমার কানায় কানায় পূর্ণ হয়।

আমিও তখন দূর অজানায় থেকে বলিÑ

ফিরিয়ে না দিলে সেদিন তোমার জীবনটা

এক সময় বিষিয়ে উঠত হয়তো।

 

সকালে ঘুম ভাঙলে এমন অনুভূতি আচ্ছন্ন করলে

তুমি হাত বাড়িয়ে দিয়োÑআমি তোমাকে

বুকের মধ্যে টেনে নেব চেনা দিনের মতো।
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url