ক্ষয়ে যাওয়া চাঁদে তোমার
নাসির আহমেদ কাবুল
ভরসা নেই আবার ফিরে পাওয়ার সেই পুরাতন
ডানা!
আবার বাতাসে উড়ে বেড়ানোর ইচ্ছে
হামাগুড়ি দেয়;
নবজাতকের মতো অসহায় চিৎকারে নিজের
অপারগতা জানান দিয়ে কেবলই বিড়ম্বিত
হয় মননÑ
সময় তাকে একটুও ক্ষমা করে না!
কারো কাছে ভিক্ষার ঝুলি বয়ে নিয়ে
যেতে সায় দেয় না মন।
জীবন এমনইÑদিনে দিনে রৌদ্রজ্জ্বল সকাল বিষণ্ণ
করোটিতে দীর্ঘশ্বাস ফেলে রেখে যায়!
রাত নিশিথে যখন টুপটাপ ঝরে পড়ে শিশির
শেফালির বুকে,
নিশাচর কষ্ট যখন বাতাসে ভর করে উড়ে
বেড়ায়,
তখন খুব ক্লেশে আরও একবার উড়তে পারার
ইচ্ছের কাছে
আত্মসমর্পণ করে যেন কাউকে ডাকি
প্রাণপণে;
যেন কারো স্পর্শের আশায় ব্যাকুল দুই
হাত
বেহালার ছড়ের মতো তিরতির করে কাঁপে!
বুকের মধ্যে তার অনুরণন ছড়িয়ে পড়ে!
আমি কান পেতে থাকি ইথারের বুকে,
বাতাসে পায়ের শব্দে সচকিত মন বদ্ধ
জানালার খড়খড়ি খুলে দেয়
অন্তিম বিশ্বাসেÑএই বুঝি এলো সে!
এই বুঝি ডানায় ভর করে উড়ে বেড়ানোর
মওসুম ফিরে এসেছে বাসন্ত বাতাসের মতো!
ঠিক তখন আকাশগাঙে ভাসে আধখানা ক্ষয়ে যাওয়া চাঁদ--
ভাঙা কলসের মতো; সেই চাঁদে কেবলই