বোধ

নাসির আহমেদ কাবুল

 

চলে যেতে যেতে কেউ যদি

ঘাড় ফিরিয়ে এক পলক দেখে, ফিরিয়ে দিয়ো না তাকে।

হয়তো মনে রাখোনি তুমি, হয়তো মুছে গেছে স্মৃতি তার

নিত্য ব্যস্ততার রোদ্দুরে।

 

কপোট কুয়াশায় ঢেকেছে পায়ের চিহ্ন!

শেষ কথাগুলো মিলিয়ে গেছে ইথারে

তবুও বাতাসে তোলে গুঞ্জন পাখা মেলে।

 

প্রতিধ্বনি তোলে তার মধুকরের গুঞ্জনে

বাতাসের তন্ত্রিতে;

হয়তো তোমার ছবি এখনও সাজানো রয়েছে ড্রইংরুমে,

এখনও স্মৃতির শ্বেতপর্দায় জমেনি ধুলো এতটুকু।

কত অবহেলা সয়ে—সয়ে আজও খুঁজে ফেরে

সেই এক গোধূলিতে খেয়াপারে প্রথম

পরিচয়ের সৌম্য মূর্তিখানি।

 

হয়তো আজও তার চোখে জ্বলে সোনালি সকাল,

নিউরনে জেগে ওঠে সফেদ স্বপ্ন!

 

মৃত ঘাস গাছপালাকে একঘটি জল ঢেলে দিয়ো,

বাঁচিয়ে রেখো প্রেমের যাযাবর দিনগুলি;

তুমিও মানুষ মনে রেখো, খুব একাকী সবাই

অসহায়ত্বের শেকলে বন্দি আমাদের জীবন।
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url