নিয়তি
নাসির আহমেদ কাবুল
সেদিন খুব বৃষ্টি ছিল অঝোর শ্রাবণের
বিষণ্ণ এক বিকেলে,
গাছের পাতায় বৃষ্টি, পুকুরের জলে
পদ্মপাতায় বৃষ্টি, বৃষ্টি তোমার শাড়ির আঁচলে।
তবুও তুমি অনুরাগের জোয়ারে ভেসে—ভেসে
আমার আঙিনায় এলে যখন,
আমি নিশ্চল পাথরের মতো তোমাকে
দেখেছিলাম দুই চোখে;
আমার চশমায় বৃষ্টির জলে ধূসর প্রলেপ
মুছে গিয়ে রৌদ্রোজ্জ্বল হয়ে উঠল
নিমিষে।
তুমি হাসতে—হাসতে লাল পদ্মের মতো
চোখ তুলে তাকালে যখন
আমি ভেসে গেলাম বেনোজলে।
যে তৃণের মরুর বুকে চাতকের তৃষ্ণায়
ওষ্ঠাগত প্রাণ, ভেসে যেতে—যেতে সে
এক সমুদ্র জলে ডুবে গেল!