ধ্যান
নাসির আহমেদ কাবুল
আমাদের পথ ভিন্ন, দুই মেরুতে দুজন
নিভৃতে মৌনবিষাদে পাখির কূজন
শুনতে পাই; দীর্ঘশ্বাসের বাতাস বয়ে আনে
হৃদয় পাল তোলে আপন ধ্যানে!
আমাদের বসত ভিন্ন শহরে; ঠিকানাহীন
তবুও দুজনের কাছে জমা সুদহীন ঋণ!
আমাদের স্বপ্ন দুঃস্বপ্ন এখনও ঢের বাকি
এখনও দুজন—দুজনকে প্রাণপণে ডাকি!
অভিমান—অভিযোগ নেই আমাদের কারও
দূর থেকেও যেন কাছাকাছি আছি আরও
ধরা—ছোঁয়ায় সুখ যত বিরহে তার দশগুণ
দিনরাত জ্বালায় পোড়ায় অদেখা আগুন!
আমরা আবার হব হংসমিথুন একদিন
এমন স্বপ্ন ডানা মেলে নিভৃতে রাতদিন
ঘুমের ঘোরে প্রজাপতির মতো নেচে চলি
মনে মনে দুজন দুজনের কথা যাই বলি।
আমাদের পথ ভিন্ন, তবু আছি কাছাকাছি
আবার হয়তো হবে দেখা, স্বপ্ন নিয়ে বাঁচি!
চোখে চোখ রাখা হাত ধরা পুরানো সেকেলে