ডুব
নাসির আহমেদ কাবুল
লজ্জাবতীদের সত্যিই কি লজ্জা খুব?
কেন নুয়ে পড়ে ছুঁয়ে দিলে,
কেন ঝিমিয়ে পড়েÑপ্রশ্ন করেছিলাম,
উত্তর পাইনি কিছু!
যদি গাছের ভাষা জানা থাকত
যদি বাতাসের
যদি পাখিদের
লজ্জাবতীদের...!
আমাদের লজ্জাবতীদের সবাই জানে
জানতে চাওয়ার আগে,
না চাইতেই এলিয়ে পড়ে মোহন আবেগে;
বসন্তের আগেই ফোটায় ফুল, হুল—
মিথ্যে ভালোবাসা, ভুল!
মানুষের সঙ্গে গাছেদের পার্থক্য খুব