বন্ধু

নাসির আহমেদ কাবুল

 

আমাদের বন্ধুরা কেউ কেউ মন্ত্রী এমপি

ডাক্তার ইঞ্জিনিয়ার উকিল;

কেউবা আমলা, কেউ—কেউ কামলা।

আমরা যারা কেরানি, কিংবা খেতে দিই নিড়ানি

আমাদের কী যে অহংকার বন্ধুদের নিয়ে!

ওরা তা জানেই না!

হয়তো এখন কেউ—কেউ বন্ধু বলে মানেই না!

কী করে জানবে, ওরা ব্যস্ত খুব রাজনীতি, অর্থনীতি

সমাজনীতি আর মিটিং ও টক শো নিয়ে!

আমরা যারা হরিজনÑবন্ধু, খুব সাহস করে ফোন দিয়ে বলিÑ

কেমন আছ, চিনতে পেরেছ তো?

বুঝতে পারি ভুলে গেছে, মনে করিয়ে দিতে কত কী যে বলি!

কী জানি হয়তো চিনতে না পেরেই বলে দেয়—

আচ্ছা—আচ্ছা, ভালো আছ তুমি?

আমি না খুব ব্যস্ত এখন, সময় করে ফোন করব তোমাকে!’

 

সময় বয়ে যায় ক্লান্ত পাখির ডানায় ভর করে,

কুয়াশা—কুয়াশা চোখে ভাসে সোনামুখী স্বপ্ন;

আমাদের সেই একদিন আর ফিরে আসে না!

সেই পুরানো দিনের মতো দু—টাকার বাদাম

কিংবা একটি সিগ্রেট দুই ভাগ করার!

 

এখন সময় খুব অসহায়, আরও অসহায় আমরা যারা

ডুবতে—ডুবতে ডুবতে পারি না,

ভুলতে—ভুলতে ভুলতে পারি না!

সময়ের কাছে হেরে গেছি কতদিন কত বছর হয়;

কেউ তা বুঝতেই পারি না!
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url