জীবন

নাসির আহমেদ কাবুল

 

হারজিৎ নিয়ে মাথাব্যথা নেই আমার।

ওসব ঠুনকো, ঝরা পাতা, শিশির বিন্দু;

আধো—ঘুম আধো—জাগরণে দুঃস্বপ্ন,

ক্ষণস্থায়ী বালির বাধ!

 

জীবন সে তো মহাসমুদ্র

নিঃসীম নীল আকাশ

পাখির স্বাধীনতা

নদীর ঢেউ

হার না—মানা মহাকাব্য।

 

জীবন ধ্যানমগ্ন সন্ন্যাসী

ঘর ছাড়া বাউল

কবির খেরোখাতা

অন্ত্যমিল--অনুপ্রাস...

 

কবিতা জীবনের স্বরলিপি

সেখানে হারজিতের হিসাব তুচ্ছ

অতি তুচ্ছ পাওয়া না পাওয়ার

জটিল সমীকরণ!
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url