শুভনববর্ষ কবিগুরু

নাসির আহমেদ কাবুল

 

প্রতিটি নববর্ষের সূর্যরক্তিম প্রভাতবেলায় হাঁটতে—হাঁটতে

রমনার বটতলায় তোমাকে দেখিÑ

ছায়ানটের অনুষ্ঠানে মৃদঙ্গের তালে—তালে

নেচে বেড়াতে;

পাতায়—পাতায় কাঁপন জাগাতেÑ

অন্তরমথিত মন্দ্রিত গানে, সুরে, বেহাগে;

তুমিই আমাদের সেই রবীন্দ্রনাথ!

 

তুমিই আমাদের কবিগুরু রবি ঠাকুরÑ

আজও প্রতিটি বর্ষবরণে বৈশাখের রুদ্র তাণ্ডবে

ঝোড়োবাতাসে আঁচল উড়াও মুগ্ধ তরুণীর;

ঊর্ধ্বমুখী তরুণ একলা চলে তোমার হাত ধরে;

আজও শত—সহ¯্র কবি মাভৈ বলে

কলম তুলে নিয়ে ধর্মসন্ত্রাসীর নামে শেষ

ইশতাহারে লিখে রাখে উড়নচণ্ডি বর্ণমালা!

 

তোমাকে প্রণাম গুরু এই বর্ষবরণেÑ

ধ্যানমগ্ন আসনে তাকাও একবার,

মঙ্গল শোভাযাত্রায় দেখতে কি পাও

কোটি বাঙালির উচ্ছ্বাস? শুনতে কি পাও মঙ্গলগানে

মুখরিত এই বাংলার হিন্দু মুসলিমের

মিলিত কোরাস?

 

ওই দেখো সাম্যে শান্তিতে ঋজু বিদ্রোহী নজরুল

ঝাঁকড়া চুলে বসে আছেন মসজিদের পাশে সমাধিসোপানে;

বিষের বাঁশির শানিত উচ্চারণ কণ্ঠে তার!

আমরা জাগ্রত আজও, আমাদের সঙ্গে তুমি আছ,

আছেন নজরুল, জয়নুল; ধর্মসন্ত্রাস নির্মূল করার

দৃপ্তশপথে উদ্দীপ্ত মঙ্গল শোভাযাত্রায়!

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url