তুমি আমার মোনালিসা
নাসির আহমেদ কাবুল
তুমি না হয় মুখ ফিরিয়েই থাকো,
তাহলেই
তোমার দিঘল কালো চুলে অরণ্যকে খুঁজে
পাবো আমি;
কোলাহলের এই নগ্ন নগর ছেড়ে ঝোপঝাড়ে
পাখির উচ্ছ্বাসে
তোমাকে ভাবতে—ভাবতে শব্দে—ছন্দে
কবিতার জন্ম দিতে পারব।
একজন তিলোত্তমার জন্য কবির জীবন
তুচ্ছ হলে কিবা এমন ক্ষতি বলো!
যদি চোখ মুদে থাকো, আমি আধফোটা পদ্মকলিতে
তোমাকে খুঁজে নেব,
প্রতীক্ষার আগুনে পুড়ে সম্পন্ন পদ্মের
স্বপ্নে ভোর থেকে
দুপুর গড়িয়ে একটি বিকেলকে টেনে নিয়ে
যাব
গোধূলির ক্ষীণ আলোয়।
কাঠফাটা রোদের চেয়ে মেঘ ভালো,
গোধূলির চেয়ে রাত্রির অন্ধকার খুব
বেশি
কমনীয় মনে হয়।
থাকার চেয়ে না—থাকা তুমি আরও ভালোÑ
যদি কামার্তঠেঁাটে তৃষ্ণার ঝড় তুলে