খবর পাই
নাসির আহমেদ কাবুল
জানতে ইচ্ছে করে না তোমার, তোমাকে দেখতে
ইচ্ছে হয় কি না কখনো?
কী মনে হয়, ভুলে গেছি সব? সব ভুলে নিজেকে সাজিয়েছি
কঠিনে—কোমলে তোমার মতো?
আমার কাজের অত তাড়া নেই, তোমার যা আছে।
ব্যাবসা নেই, বাণিজ্য নেইÑ
ডলারের মতোই দামি তোমার রূপ—যৌবন,
দরাদরি ছাড়া কিনতে পারো সবÑভালোবাসা
ঘৃণা—স্বপ্ন—দুঃস্বপ্নÑসব—সবকিছু...
তোমার মতো আমার অত কিছু নেই, ছিল না
অচল টাকা—আনা—পাই, এসবে বিকিকিনি চলে না;
মূল্যহীনÑসেকেলে, এখন ডলারের তেজি বাজার
তোমার পশরা খুব ভালো, খবর পাই।