কোমল ও কড়ি মধ্যমা
নাসির আহমেদ কাবুল
কিশোরী বেলায় ওড়না উড়াতে যখন
ভাবতে এটাই তো ঠিক,
লাজরাঙা ঠোঁট কী যেন বলতে বলতেও
থেমে যেত, মনে করতে-
যারা বোঝার তারা বুঝে নিক।
যৌবনে নদী তীর ভাঙে, প্লাবনে ভাসায় দুকূল
সবকিছু তুচ্ছ তখন, যৌবনে নেই কোনো ভুল।
আজানুলম্বিত কেশ খুলে দিলে যখন
অবাধ্য অঁাচল খসে পড়ল বুক থেকে
নদীর ধর্ম শুধু বয়ে চলাÑ
কুলু কুলু বয়ে যায় এঁকেবেঁকে।
স্বপ্ন ও সত্যি পার্থক্য নেই মোটে,
উচাটন মনে
ঝড়ঝঞ্ঝায় ভয় নেই—
যৌবন ঢেউ তোলে আরাধ্য প্লাবন!
বেলা বয়ে যায় বাতাস থমকে দাঁড়ায়
ক্ষণে—ক্ষণে
কী যেন রয়ে গেল বাকিÑ
ছিল না তো কিছু মনে!
গোধূলি লগনÑহিসাবের খাতায় শুধু ভুলের ছড়াছড়ি,
ভাবছ বসে বসে এবার সময় হলো, দিতে হবে পাড়ি।
জীবনের শুদ্ধ স্বর কোমল ও কড়ি মধ্যমার
স্বরগ্রাম