হাত দুটি শক্ত করে ধরো
নাসির আহমেদ কাবুল
পিছনে পড়ে যাচ্ছ কেন, সমানতালে চলতে দ্বিধা কেন?
নাকি অপারাগতা তোমার, শরীর কুলোচ্ছে না, নাকি
স্মৃতির কাঁটায় আটকে যাচ্ছে পা?
আমি অন্ধকারে কিছুই খুঁজে পাই না।
আমি তোমার চোখের দিকে তাকাই, হাত ধরি শক্ত করে
তুমি কাঁপছ, ভীষণ ঘামছ তুমি!
ঠেঁাট দুটি শুকিয়ে যাচ্ছে, কাঁপছে তিরতির করে
যেন ঝড়ের দাপটে এখনি পড়ে যাবে তুমি!
এভাবে তোমাকে দেখলে আমি খুব দুর্বল
হয়ে যাই
আমার বুকের মধ্যে ধুকধুক করে শব্দ হয়
খুব
মুখ শুকিয়ে কাঠ হয়ে যায়, কী যেন বলতে চাইÑ
অথচ কিছুই বলতে পারি না আমি!
আমার চোখের দিকে ভালো করে তাকিয়ে দেখো,
কী দেখছ--নদী, সাগর, নাকি শুষ্ক বালুপ্রান্তর?
ধীরে ধীরে আমিও যে দুর্বল হয়ে যাচ্ছি
ক্লান্তি জাপটে ধরছে আমাকেও!
তোমাকে ছাড়া আমি খুব অসহায়, তুমিও কি তাই?
তাহলে খুব শক্ত করে ধরে রাখো এই হাত
দুটি
আমিও ধরেছি তোমাকে, যেন আমরা