আমার যত দোষ

নাসির আহমেদ কাবুল

 

ভালোবাসা অপরাধ, তবুও ভালোবেসেছিলাম,

তবুও কাছে পেতে চেয়েছিলাম!

যে কথা যায় না বলা, সেসব কথাও তোমাকে

বলেছিলামÑতুমি ভাবলে এসব আমার

মিথ্যে সংলাপ—সত্যের অপলাপ!

 

ভালোবেসে যারা সুখ পেতে চায়, তারা ভুল করে’

সেই ভুলে নিজেকে সমর্পিত করেছিলাম,

আকণ্ঠ ডুবে হাত বাড়িয়েছিলামÑ

কেউ যদি সাড়া দেয় ভেবে;

এই সমাজে—সংসারে কেউ কারো নয়,

ভুলে গিয়েছিলাম!

 

কবিতায় দিয়েছিলাম অনুপ্রাস, রূপক, ছন্দ, উৎপ্রেক্ষা;

ওসব নাকি সেকেলেÑপরিত্যাজ্য এখন।

আমি রাত জেগে জোছনার সঙ্গে মিতালি করেছিলাম,

কবিরা বিভ্রান্তÑকাকের সমগোত্রীয় নাকি!

তবুও আমি কবি হতে চেয়েছিলাম।

 

ছবির মতো গ্রামে দোচালা টিনের ঘর চেয়েছিলাম,

বৃষ্টির জলে সেতারের আলাপ জমবে ভেবে

দুই কান উৎকীর্ণ করেছিলাম—আমি ভুল করেছিলাম।

ঐশ্বর্যের বিভ্রাটে বিভ্রান্ত সময়Ñভালোবাসা মোহ,

তবুও তোমাকেই ভালোবেসেছিলাম!
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url