দোঁহে দুজনায়


তুমি শুভ্রবসনা রজনীগন্ধা’ হলে

আমি নীল অপরাজিতা হব,

তোমাকে ছুঁয়ে গাঢ় নীলে রাঙাব বাসন্তী শাড়ি—

বসন্তের সঙ্গেই আমার যত আড়ি।

 

তুমি গোলাপ হলে লাল কিংবা হলুদ

আমি প্রজাপতি হয়ে ডানায় সুগন্ধি

মেখে নেব সারা শরীরে তার—

বাতাসে ছড়িয়ে দেবো গ্রহ থেকে গ্রহান্তর!

 

তুমি কৃষ্ণচূড়া হও—শিমুল অথবা পলাশ,

কিছু লাল রং ছিনিয়ে নেব আমি;

নীল শাড়িতে লাল ঠোঁট অনিন্দ্য সুন্দরÑ

জানেন আমার অন্তর্যামী।

 

যদি শাপলা হও ঝিলে কিংবা পদ্মপাতা—

আমি শিশির হয়ে ঝরব তোমার দেহে,

ডুবসাঁতারে মগ্ন হব দোঁহে—দুজনায়

তখন কে আর পায় আমাদের!

 

উপন্যাস : সমর্পিতা
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url